Site icon Jamuna Television

শুভ জন্মাষ্টমী আজ

শুভ জন্মাষ্টমী আজ; শ্রীকৃষ্ণের জন্মদিন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন।

জন্মাষ্টমী উপলক্ষে উপবাস, পূজা-অর্চনা ও নামকীর্তনসহ বিভিন্ন আচার-উপাচার পালন করছেন সনাতন ধর্মালম্বীরা। প্রতি বছরের মতো এবারও কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। মন্দিরে মন্দিরে প্রার্থনার পর বিকেলে রাজধানীতে বের হবে জন্মাষ্টমীর মিছিল। দিনটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version