Site icon Jamuna Television

ইছামতি নদীতে দেশীয় অস্ত্রসহ আটক ৪৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি
সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতি নদীতে দুটি ট্রলার থেকে দেশীয় অস্ত্রসহ ৪৭ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে গোপালপুর এলাকা সংলগ্ন ইছামতি নদী থেকে এদের আটক হয়। এ সময় ৫ টি রামদা, ২ টি হকিষ্টিক ও ৩ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো.রাজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, দেশীয় অস্ত্র নিয়ে ২ টি ট্রলার করে ইছামতি নদীতে ঘুরাঘুরি করার সময় স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ দুটি ট্রলারে থাকা ৪৭ জনকে আটক করে। যাচাই বাছাই করে জড়িত থাকা ১১ জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা দায়ের করা হয়।

Exit mobile version