Site icon Jamuna Television

সেনাবাহিনী নয় কর্তৃপক্ষের দায়িত্বের ঘাটতি ছিলো: কালো দিবসে ঢাবি ভিসি

নানা আয়োজনে পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস। শুক্রবার দুপুরে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)তে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আলোচনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ২০০৭ সালে ঘটনায় সেনাবাহিনী নয় সেদিন কর্তৃপক্ষের দায়িত্বের ঘাটতি ছিল। সেনাবাহিনী সবসময় সহায়তা করেছে। তবে ছাত্রদের ন্যায়সঙ্গত বক্তব্য নেয়নি কর্তৃপক্ষ। এঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে দিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ডাকসু ভিপি নুরুল হক নূর বলেন, ঢাবিতে হামলার কালো অধ্যায়ের বিচার হতে হবে। শিক্ষকরা ছাত্রদের যৌক্তিক আন্দোলনে সমর্থন না করে সেটাকে ভিন্ন ট্যাগ দেন। এটা ন্যাক্কারজনক।

Exit mobile version