Site icon Jamuna Television

টেকনাফে যুবলীগ নেতার মৃতদেহ উদ্ধারে রোহিঙ্গা ক্যাম্পে ভাঙচুর

টেকনাফে যুবলীগ নেতা ওমর ফারুকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় বিক্ষোভ করেছে স্থানীয়রা।

রাত হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকা থেকে ওমর ফারুকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, রাত সাড়ে ১০টার দিকে রোহিঙ্গা ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী বাড়ির সামনে থেকে ধরে নেয় ফারুককে। একপর্যায়ে অন্ধকার স্থানে নিয়ে গুলি করে হত্যা করে অস্ত্রধারীরা। নিহত ফারুক হ্নীলা ইউনিয়ন যুবলীগ ৯ নং ওয়ার্ড শাখার সভাপতি। হত্যার প্রতিবাদে সড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ এবং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে ভাঙচুরও করেন স্থানীয়রা। এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Exit mobile version