Site icon Jamuna Television

হিন্দু মহাজোটের জন্মাষ্টমী পালন

হিন্দু ধর্মাবলম্বীদের অবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ছিল আজ। ধর্মাবলম্বীদের বিশ্বাস মানবজাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।

শ্রীকৃষ্ণের এই আবির্ভাবের দিন ব্যাপক কর্মসূচির আয়োজনের মাধ্যমে পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে শ্রীকৃষ্ণ পূজা, ও আলোচনা সভা, দুপুরে প্রসাদ বিতরণসহ জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করা হয়। এ শোভাযাত্রা ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় সকল জী‌বের মঙ্গল কামনা করা হয়।

এদিকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে পালিত হচ্ছে সনাতন ধমাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে সারাদেশের সনাতন ধর্মাবলম্বীরা নানা আয়োজনে পালন করছে দিনটি।

Exit mobile version