Site icon Jamuna Television

১৩ ডিসেম্বর মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।

ওই দিন সকালে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে দূতাবাসের দিকে রওনার কথা জানান নেতারা। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে জুমা’র নামাজের পরই বায়তুল মোকাররম মসজিদ থেকে মিছিল বের করে বেশ কয়েকটি ইসলামি সংগঠন। ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, খেলাফতে আন্দোলন, খেলাফতে মজলিসসহ কয়েকটি সংগঠন এই মিছিল বের করে। মিছিল প্রদক্ষিণ করে পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় হয়ে আবারও বায়তুল মোকাররম মসজিদ। পরে সড়কে সংক্ষিপ্ত সমাবেশ থেকে কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

এদিকে, চট্টগ্রামেও বিক্ষোভ করেছে হেফাজত। জুম্মার নামাজ শেষে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে, বক্তরা সরকারের প্রতি আহ্বান জানান আমেরিকার সাথে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার। একই আহ্বান জানানো হয় বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের প্রতিও। সমাবেশে শেষে বের হয় বিক্ষোভ মিছিল।

Exit mobile version