Site icon Jamuna Television

কাশ্মিরে আরেক ভারতীয় সেনা নিহত

শুক্রবার জম্মু ও কাশ্মীরের নৌসেরা সেক্টরের কাছে ফের পাকিস্তানি সীমান্তরক্ষীদের গুলিতে নিহত হয়েছেন এক ভারতীয় সেনা। ওই সেনার পরিচয় জানা গেছে, যাঁর নাম নায়েক রাজীব থাপা, বয়স ৩৪ বছর। তিনি জলপাইগুড়ির জেলার মেচপাড়ার বাসিন্দা।

ভারতের প্রতিরক্ষার এক মুখপাত্র জানিয়েছেন, সীমান্তে এই ঘটনার পর ভারতীয় সেনার তরফেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সীমান্তে গুলির লড়াইয়ের পর গত সপ্তাহে মোট তিন জন ভারতীয় সেনা জওয়ান এবং একজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। যদিও পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে আরও বেশি সংখ্যক ভারতীয় সেনা নিহত হয়েছেন।

রাজীব থাপার মৃত্যুর পর পাকিস্তানি সেনা পোস্টগুলির ওপর ব্যপক ক্ষয়ক্ষতি চালিয়েছে ভারতীয় সেনারা। সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রাজীব থাপা নওশেরা সেক্টরের কলসিয়া গ্রামে টহল দিচ্ছিলেন। শুক্রবার ভোরে আচমকাই গোলাবর্ষণ করে পাকিস্তান সেই গুলিতেই বিদ্ধ হন রাজীব। আহত রাজীবকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Exit mobile version