Site icon Jamuna Television

বাণিজ্যযুদ্ধ: ৭৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ চীনের

যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্য রফতানির ওপর মার্কিন শুল্ক আরোপের পাল্টা পদক্ষেপ হিসেবে চীনের বাজারে প্রবেশকারী মার্কিন পণ্যে নতুন করে শুল্ক আরোপ করার ঘোষণা দিলে বেইজিং।

আজ শুক্রবার ঘোষিত নতুন শুল্ক নীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে চীনে আমদানি হয় এমন ৭৫ বিলিয়ন ডলারের পণ্যে বর্তমান শুল্কের সাথে আরো ১০ শতাংশ বৃদ্ধি করেছে জিনপিং সরকার।

রয়টার্স জানিয়েছে, এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল, ১ সেপ্টেম্বর ও ১৫ ডিসেম্বর থেকে দুই ধাপে চীন হতে আমদানিকৃত ৩০০ বিলিয়ন ডলারের পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোট ৫ হাজার ৭৮টি পণ্যে ৫ থেকে ১০ শতাংশ শুল্ক বাড়বে। এসব পণ্যের মধ্যে কৃষিজাত পণ্য যেমন সয়াবিন থেকে শুরু করে ছোট উড়োজাহাজ পর্যন্ত রয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে আসা কার এবং অটো যন্ত্রাংশের ওপরও শুল্ক বাড়বে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চীনের এই শুল্কারোপ শুধু মাত্রা মার্কিন একপেশে আচরণের জবাবে করা হয়েছে। এবং নতুন সিদ্ধান্ত কার্যকর হবে ১ সেপ্টেম্বর এবং ১৫ ডিসেম্বর থেকে দুই ধাপে।

Exit mobile version