Site icon Jamuna Television

আজ নয়তো কাল রোহিঙ্গারা ফেরত যাবেই: ওবায়দুল কাদের

আজ নয়তো কাল রোহিঙ্গারা ফেরত যাবেই। হুট করে প্রত্যাবাসন ব্যর্থ বলা যাবে না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিকালে, রাজধানীতে কৃষি অর্থনীতিবিদ সমিতির আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

সারা বিশ্ব মিয়ানমারের ওপর চাপ দিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সবকিছু নির্ভর করছে দেশটির ওপর। সরকার এই বিষয়ে হাল ছাড়েনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনও মাথা নত করেন না।

আলোচনা সভায় তিনি আরও বলেন, খালেদা জিয়ার পরিকল্পনাতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিলো।

Exit mobile version