Site icon Jamuna Television

স্কুল ছাত্রী ধর্ষণে বাধা দিতে গিয়ে নিহত মামা

চুয়াডাঙ্গার আমিরপুরে স্কুলছাত্রী ধর্ষণে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হলেন মামা। গণপিটুনিতে মৃত্যু হয়েছে ঘাতকেরও । শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোর সাড়ে ৩টায় বাড়িতে স্কুলছাত্রীর চিৎকারে জেগে ওঠে পরিবারের লোকজন। এসময় ঘাতক আকবরকে দেখতে পেয়ে বাধা দেয় তারা। একপর্যায়ে আকবরের ছুরিকাঘাতে স্কুলছাত্রীর মামা হাছানের মৃত্যু হয়। আহত হন নানা হামিদুলও। ঘটনাস্থল থেকে পালাতে গেলে আকবরকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে নিহত হয় আকবর। এ ঘটনায় স্কুলছাত্রীসহ আহত হয়েছেন দুই জন।

Exit mobile version