
দু’দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাজধানী আবুধাবিতে পৌঁছান তিনি। গত চার বছরে এই নিয়ে তৃতীয় দফা দেশটি সফর করছেন মোদি।
সফরে সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ান এর সাথে সাক্ষাৎ করবেন তিনি। আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ সম্মাননা ‘অর্ডার অব জায়েদ’ গ্রহণ করবেন তিনি। দু’দেশের সম্পর্ক উন্নয়নে অবদানের জন্য এ সম্মাননা দেয়া হচ্ছে ভারতীয় প্রধানমন্ত্রীকে।
 
				
				
				
 
				
				
			


Leave a reply