
যুদ্ধের পথে না গিয়ে রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা ব্যর্থতা নয়, কৌশলগত অবস্থান। এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি একথা জানান।
যারা কুটনৈতিক প্রয়াস ব্যর্থ হয়েছে বলেন তারা ভুল করছেন দাবি করে কাদের বলেন, কৌশলগত কারণে এক পা পিছিয়ে যাওয়াকে ব্যর্থতা বলা যাবে না।
ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারেরও শক্তিশালী বন্ধুরাষ্ট্র আছে এটা অস্বীকার করার উপায় নেই। এখন ইকোনোমিক ডিপ্লোম্যাসি চলছে; সবার একটা হিসাব আছে। আর সেই হিসাবে মিয়ানমারের অবস্থান কম শক্তিশালী নয়।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply