Site icon Jamuna Television

এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ারকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও দলীয় চেয়ারম্যান এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ারকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার সকালে আসিফকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব ধরনের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও দলীয় চেয়ারম্যানের নির্দেশনা না মানার অভিযোগ আনা হয়েছে। নির্বাচনে তার পক্ষে কেউ প্রচারে অংশ নিলে, তার বিরুদ্ধেও কঠোর অবস্থান নেয়া হবে বলেও জানায় দলের নেতৃবৃন্দ। জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেন হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version