Site icon Jamuna Television

ডেঙ্গু নিয়ন্ত্রণে অবদানের জন্য কোন পুরস্কার গ্রহণ করিনি: তাজুল ইসলাম

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য কোন পুরস্কার বা স্মারক গ্রহণ করিনি। এটা একটি সংগঠন তাদের প্রথাগত ভাবে তাকে সম্মাননা জানিয়েছে। কিন্তু এটি ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

আজ শনিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এসময় তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ সরকার আন্তরিক ভাবে কাজ করছে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রোহিঙ্গারা তাদের দেশে প্রত্যাবর্তন করাটাই সমাধানের উত্তম পন্থা। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ কাজ করে যাচ্ছে।

পরে তিনি হবিগঞ্জ পৌরসভা আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান, সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা প্রমুখ।

এছাড়া ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ পৌরসভার কিচেন মার্কেটের উদ্বোধন করেন তিনি।

Exit mobile version