Site icon Jamuna Television

দাম্পত্য কলহের জেরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার,নাটোর:

নাটোরের গুরুদাসপুরে দাম্পত্য কলহের জেরে স্বামী স্ত্রী আত্মহত্যা করেছে।

শুক্রবার রাতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

নিহতরা হলেন, গোপিনাথপুর গ্রামের কৃষক রেজাউল ইসলামের ছেলে আবু হাসান (১৯) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (১৬)।

শনিবার ভোরে স্বপ্না নাটোর সদর হাসপাতালে ও আবু হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু অপমৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, দুই মাস আগে রাজশাহীর পুঠিয়ার শফিকুল ইসলামের মেয়ে স্বপ্নার সাথে গুরুদাসপুরের গোপিনাথপুর গ্রামের আবু হাসানের প্রেমের সম্পর্ক ধরে বাল্যবিয়ে হয়। কিন্তু মাঝে মধ্যেই তাদের মধ্যে মান অভিমান চলতো। এক পর্যায়ে শনিবার ভোরে একসঙ্গে বিষ (গ্যাস ট্যাবলেট) খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম জানান, স্বামী স্ত্রীর মধ্যে কলহ ও মান অভিমানকে কেন্দ্র করে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version