Site icon Jamuna Television

বিএনপি নেতারা জাতিকে বিভ্রান্ত করছে: হানিফ

প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে বিএনপি নেতারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, খালেদা জিয়া ও তারেক জিয়ার দুর্নীতি-অপকর্মের জন্যই তাদের বিচারের মুখমুখি হতে হবে। দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়া অসৎ উদ্দেশ্য থেকে মামলায় কালক্ষেপন করছেন বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ক্ষমতায় এসে মামলা থেকে খালাস পাওয়ার অলীক স্বপ্ন দেখছেন খালেদা। তবে, মামলার রায় হতে আর খুব বেশী দেরি নেই বলেও ইঙ্গিত দেন হানিফ। আওয়ামী লীগ খালেদা জিয়াকে রাজনীতি থেকে কখনোই সরিয়ে দিতে চায় না বলে জানান তিনি। নিজেদের অপকর্মই তাদের রাজনীতি থেকে সরিয়ে দিবে, এমন মতো হানিফের।

যমুনা অনলাইন- এফআর।

Exit mobile version