Site icon Jamuna Television

দেড় মাসের ছুটি কাটিয়ে অনুশীলন ক্যাম্পে সাকিব

দীর্ঘ প্রায় দেড় মাসের ছুটি কাটিয়ে আফগানিস্তান সিরিজের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

৪ দিনের কন্ডিশনিং ক্যাম্পের পর ১ দিন বিরোতীতে শনি ও রবি এই দুই দিন ফিল্ডিং অনুশীলন করবে রাসেল ডোমিঙ্গো শীর্ষরা।

বিশ্বকাপের পর প্রায় দেড় মাসের ছুটিতে ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিশ্বকাপের দুর্দান্ত পারফর্মের পর ছিলেননা শ্রীলঙ্কা সিরিজে।

এবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব। টাইগারদের স্কিল ট্রেনিং চলবে ২৮ আগস্ট পর্যন্ত। নিজেদের মধ্যে ১ টি দু’দিনের অনুশীলন ম্যাচ দিয়ে শেষ হবে টাইগারদের আফগান বধের প্রস্তুতি।

Exit mobile version