Site icon Jamuna Television

ধর্মের ভুল ব্যাখ্যার কারণেই কট্টরপন্থী তৈরি হয়: তথ্যমন্ত্রী

ধর্মের ভুল ব্যাখ্যার কারণেই কট্টরপন্থী তৈরি হয় বোমাবাজি হয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডা: হাসান মাহমুদ।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ- ইসকন এর পরিচালনায় শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রতিটি ধর্মের মূল বাণী যদি অনুসারীদের মাঝে পৌঁছে যায়, তবেই দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ সহ ইসকন বাংলাদেশ এর নেতারা।

Exit mobile version