Site icon Jamuna Television

ফুলেল শ্রদ্ধায় চিরবিদায় দেয়া হলো মোজাফফর আহমদকে

ফুলেল শ্রদ্ধায় চিরবিদায় জানানো হলো ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদকে।

জাতীয় সংসদে প্রথম নামাজে জানাজা ও রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বজনের ভালবাসায় সিক্ত হন তিনি।

রবিবার কুমিল্লার দেবিদ্বারে নিজ এলাকায় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী ফুলেল শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির দপ্তর এবং আওয়ামীলীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

বেলা ১২টার পর মরদেহ আনা হয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে সেখানে। সবার স্মরনে ছিল অধ্যাপক মুজাফফরের ব্যক্তি ও কর্মজীবন। মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা হয়েও পরবর্তীতে অনেকটা নিভৃত্বেই কাটিয়েছেন বাকীটা জীবন।

এসময় সবদলের রাজনীতিকরা একবাক্যে স্মরন করেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা থাকা এই অধ্যাপকের।

বিকেলে বায়তুল মোকাররমে দ্বিতীয় দফা জানাজা শেষে, মোজাফফর আহমদের মরদেহ নেয়া হয় কুমিল্লার দেবিদ্বারে। রোববার সকাল ১০টায় আরেকদফা জানাজা শেষে তাকে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।

Exit mobile version