Site icon Jamuna Television

ওএসডি করা হচ্ছে জামালপুরের সেই ডিসিকে

প্রাথমিক তথ্যের ভিত্তিতে জামালপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। আগামীকাল তাকে ওএসডি করা হবে।

যমুনা টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, অসদাচরণ প্রমাণিত হলে চূড়ান্ত ব্যবস্থা নেবে সরকার

উল্লেখ্য, এরআগে ডিসি আহমেদ কবীরের বিরুদ্ধে অফিসের একটি কক্ষে নারী সহকর্মীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চতুর্দিক থেকে সমালোচিত হন তিনি। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Exit mobile version