Site icon Jamuna Television

হঠাৎ কেন বই পড়ছেন কোহলি?

আক্রমণাত্মক ক্রিকেটার হিসেবে বিরাট কোহলির জুড়ি মেলা ভার। মাঠে মেজাজ হারিয়ে অসংখ্যবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। তবে অধিনায়ক হওয়ার নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন। আরও পরিণত হতে এবার পড়াশোনা শুরু করেছেন ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো।

এখন ইগো দূর করার বই পড়ছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের বারান্দায় তাকে সেই দৃশ্যে দেখা গেছে। বইটির নাম ‘ডেটক্স ইউর ইগো: সেভেন ইজি স্টেপস টু অ্যাচিভিং ফ্রিডম’। এর লেখক স্টিভেন সিলভাস্টার।

কোহলির বইটি পড়ার ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনেকেই মন্তব্য করেছেন, ভারতীয় অধিনায়কের মাঝে কি তবে ইগোর লড়াই চলছে? নাকি নিজেদের ড্রেসিংরুম থেকে ইগো দূর করতে উপায় খুঁজছেন তিনি? এ বিষয়ে অবশ্য কোনো মন্তব্য পাওয়া যায়নি তার।

এ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে সফল হতে পারেননি কোহলি। ফিরেছেন মাত্র ৯ রান করে। অবশ্য অজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজার ব্যাটে ২৯৭ রানের পুঁজি পেয়েছে ভারত।

Exit mobile version