Site icon Jamuna Television

কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে স্টার বন্ড নামের এক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে ধারালো অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে র‍্যাব।

শনিবার রাতে, মিরপুর ও মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরতে অভিযান চালায় র‍্যাব। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

দীর্ঘদিন ধরেই ছিনতাই, মাদক ও মারামারির সঙ্গে জড়িত ছিল এই কিশোররা। তাদেরকে এক বছরের সাজা দিয়ে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে চাপাতি, ইয়াবা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

একবছর আগে মোল্লা রাব্বী গ্যাংয়ের সঙ্গে আধিপত্য বিস্তারের জেরে স্টার বন্ডের এক সদস্য নিহত হয়। ফেসবুকে তার মৃত্যুবার্ষিকীর ছবিতে মোল্লা রাব্বী গ্যাংয়ের একজন হাহা মন্তব্য করে।

Exit mobile version