Site icon Jamuna Television

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ১২

নাইজেরিয়া সীমান্তে জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১২ জনের। শনিবার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় প্রশাসন। স্থানীয় সময় রাতে নাইজেরিয়া ও নাইজার সীমান্তের ‘গুয়েসকেরাও’ গ্রামে চালানো হয় হামলা।

গুলি ছুঁড়ে হত্যা করা হয় বাসিন্দাদের। জঙ্গিদের ঠেকাতে গেলে আহত হন অনেকে। পরে, স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তায় উদ্ধার করা হয় হতাহতদের। নিজস্ব ওয়েবসাইটে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠনটি।

গেলো মার্চেও, একই এলাকায় চালানো হামলায় প্রাণ হারান ৭ পুলিশ সদস্য ও ৮ বেসামরিক নাগরিক। ২০০৯ সাল থেকে নাইজেরিয়া ও প্রতিবেশী দেশগুলোয় বোকো হারামের উত্থান ঘটে। এখন পর্যন্ত জঙ্গি সংগঠনটির হামলায় নিহত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ; গৃহহীন হয়েছেন ২০ লাখ।

Exit mobile version