Site icon Jamuna Television

স্পেন উপকূল থেকে ৬০০ অভিবাসী উদ্ধার

স্পেনের সমুদ্র উপকূল থেকে ছয় শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার নাগাদ তাদের তীরে নিয়ে আসা হবে।

কোস্টগার্ডের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ১৫টি ডিঙ্গিতে করে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিচ্ছিলেন ছয় শতাধিক অভিবাসনপ্রার্থী। তারা সবাই মরক্কো থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।

উদ্ধারকৃতদের প্রায় সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। তাদের মধ্যে ১৩ নারী ও ৩৫ জন শিশু ছিলেন। রেডক্রসের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়, কেবল চলতি আগস্টেই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন উপকূলে পৌঁছেছেন ৭ হাজার ৪০০ অভিবাসনপ্রার্থী।

/কিউএস

Exit mobile version