Site icon Jamuna Television

উত্তর মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ইউরোপের দেশ উত্তর মেসিডোনিয়ায় ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এক বাংলাদেশি অভিবাসী (২০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই বাংলাদেশিসহ ১২ অভিবাসী।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলে ডেমির কাপিজা শহরের কাছের একটি মহাসড়কে অভিবাসী বোঝাই একটি ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে বাংলাদেশি এক অভিবাসী প্রাণ হারান। এ ছাড়া আহত হয়েছেন ভ্যানে থাকা আরও দুই বাংলাদেশিসহ ১২ অভিবাসী।

সংঘর্ষের পরপরই ভ্যানটিতে আগুন ধরে যায় বলে খবরে উল্লেখ করা হয়।

ভ্যানটিতে থাকা ১৩ অভিবাসীর মধ্যে ১০ পাকিস্তানি ও তিনজন বাংলাদেশি নাগরিক ছিলেন। আহত ওই ১২ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

তাদের দেশটির রাজধানী স্কোপজের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে বাকি আটজনকে কাভাডার্সি শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ১৩ অভিবাসী পাচারকারীদের সহায়তায় গ্রিস থেকে অবৈধভাবে মেসিডোনিয়ায় প্রবেশ করেছেন। তাদের উদ্দেশ্য ছিল- সার্বিয়া হয়ে ইউরোপে যাওয়া।

Exit mobile version