Site icon Jamuna Television

ঝালমুড়ির লোভ দেখিয়ে ৮ বছরের শিশু ধর্ষণ

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

নেত্রকোণার আটপাড়ায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার শিশুটি শুনই ইউনিয়নের মুনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। তার বয়স ৮ বছর। শিশুটির মা নেই।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ইছাইল গ্রামের দুলাল মিয়ার ছেলে মো: সাদ্দাম হোসেন (৩৩) ঝালমুড়ি বিক্রেতা শিশুটিকে লোভ দেখিয়ে পাশ্ববর্তী রহমানের বাড়ির পিছনে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষণকারী দোকান ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।

রোববার দুপুরে ঘটনার সত্যতা স্বীকার করে আটপাড়া থানার এসআই আব্দুল কাদের জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির পিতা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে। লম্পট সাদ্দাম হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Exit mobile version