Site icon Jamuna Television

সাদুল্যাপুরে কাপড়ে পেঁচানো নবজাতকের লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্যাপুরে কাপড়ে পেঁচানো অপূর্ণাঙ্গ এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার দুপুরে সাদুল্যাপুর শহরের পশ্চিম পাড়া কচিকন্ঠ প্রি-ক্যাডেট স্কুলের সামনের একটি গলি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে গলির ভিতরে কাপড় দিয়ে পেঁচানো এক নবজাতকের লাশ দেখতে পাওয়া যায়। গভীর রাতে নবজাতকের লাশ ফেলে যাওয়ায় তাতে পোকামাকড় উঠে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে। এতে করে মেয়ে নবজাতকের গলায় জখম হয়েছে। পরে ঘটনাটি পুলিশকে অবগত করা হয়। স্থানীয়দের ধারণা কারও অবৈধ সম্পর্কের ফসল ওই নবজাতকটি। অপূর্ণাঙ্গ গর্ভপাত ঘটিয়ে নবজাতকের লাশটি ফেলে দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে থাকা সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন নবজাতকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশটির ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version