Site icon Jamuna Television

গুগলের হোমপেজে বেগম রোকেয়া

বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৭তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে আজ। এ উপলক্ষে অন্য সবার সাথে তাঁকে স্মরণ করছে গুগল-ও। গুগলের হোমপেজে আজ সারাদিন দেখা যাবে বেগম রোকেয়াকে। সাদা পোশাকে চশমা পরা তিনি বই হাতে হেঁটে যাচ্ছেন- এমন চিত্র ফুটিয়ে তুলেছে বিশ্বের সর্ব বৃহৎ সার্চ ইঞ্জিন।

কোনো ব্যক্তি, বিষয় বা প্রতিষ্ঠানকে এভাবে নিজেদের লোগোতে প্রকাশের মাধ্যমে স্মরণ করার প্রক্রিয়াকে ‘ডুডল’ বলে অভিহিত করে গুগল।

ডুডলে বেগম রোকেয়ার পেছনে ব্যাকগ্রাউন্ডে ইংরেজিতে ‘গুগল’ লেখাটিকে ফুটিয়ে তোলা হয়েছে। অন্দরমহলের বাইরে বেগম রোকেয়া ফুল ফুটিয়েছেন, সে দৃশ্যটিও গুগল সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।

বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www.google.com) গেলে কিংবা সরাসরি (www.google.com.bd) ঠিকানায় ঢুকলেই চোখে পড়ছে বিশেষ ডুডলটি। ওই ডুডলে ক্লিক করলে বেগম রোকেয়াকে নিয়ে গুগলে নানা অনুসন্ধান ফলাফল দেখাচ্ছে।

আজ ৯ ডিসেম্বর তাঁর জন্মদিন। ১৯৩২ সালের এই দিন মারা যান তিনি। দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে রোকেয়ার জন্ম হয়। রোকেয়া খাতুন, রোকেয়া সাখাওয়াত হোসেন, মিসেস আর এস হোসেন নামেও লিখতেন এবং পরিচিত ছিলেন তিনি। ঊনবিংশ শতকে নারীরা যখন অবরোধবাসিনী, একই সময় নারীর পরাধীনতার বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন।

Exit mobile version