Site icon Jamuna Television

আমাজনে বিমান বিধ্বস্ত হয়ে মারা গেলেন সব আরোহী

আমাজন অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান কোম্পানি সিসেনা এয়ারক্রাফটের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৪জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইকুয়েডরের আমাজন অঞ্চলের মোরোনা স্যান্টিয়াগো ও জামোরা চিনচিপে সীমান্তের কাছে শুক্রবার বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের চার আরোহীর সবাই নিহত হন। খবর এএফপির

শনিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানায়, সিসেনা এয়ারক্রাফটের সিসেনা-১৮২ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ অন্তত চার আরোহীর প্রাণহানি ঘটেছে।

শনিবারই বিমানটির আরোহীদের মরদেহ উদ্ধার করেছে ইকুয়েডরের সেনাবাহিনী ও অন্যান্য সংস্থার কর্মকর্তারা ।

তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কোনো কারণ না জানা গেলেও এ ঘটনায় তদন্ত করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Exit mobile version