Site icon Jamuna Television

নারীরা নিজ গুনেই নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীরা নিজ গুনেই সকল ক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছে। তাদের আজকের এই অবস্থানের পথিকৃৎ বেগম রোকেয়া। শেখ হাসিনা জানান, লিঙ্গ সমতায় এশিয়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ।

আজ শনিবার দুপুরে ‘বেগম রোকেয়া পদক ২০১৭’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

এ বছর নারী কল্যাণে ভূমিকা রেখে পদক পেয়েছেন, মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, শিক্ষক শোভা রাণী ত্রিপুরা, গ্রাম বিকাশ সহায়তা সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না, চিকিৎসক সুরাইয়া রহমান এবং সাংবাদিক মাহফুজা খাতুন বেবী মওদুদ (মরোণত্তর)।

মেধা বিকাশে কারও মুখাপেক্ষী না থেকে সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে নারী প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারী-পুরুষের সমান অংশগ্রহণেই দেশ এগিয়ে যাবে।

আজ বেগম রোকেয়া দিবস পালিত হচ্ছে। উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিবস। ১৯৯৬ সাল থেকে আনুষ্ঠানিকভাবে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

Exit mobile version