Site icon Jamuna Television

নির্বাচনী হলফনামায় নিজের নামে ফ্ল্যাট থাকার তথ্য দিয়েছিলেন রুমিন

জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানার একটি আবেদনপত্র প্রকাশিত হয়েছে। যাতে দেখা যাচ্ছে তিনি এমপি কোটায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে তার নামে ১০ কাঠা জমি বরাদ্দের আবেদন করেছেন।

ইতোমধ্যে যমুনা টেলিভিশনের কাছে রুমিন স্বীকার করেছেন যে, ভাইরাল হওয়া আবেদনপত্রটি তার।

আবেদনে রুমিন লিখেছেন, ‌’ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট, জমি নাই’।

কিন্তু নির্বাচন কমিশনে জমা দেয়া তার হলফনামায় দেখা যাচ্ছে, রুমিন ফারহানা তার ব্যক্তিগত তথ্য ফরমের ৫ম পৃষ্ঠায় ‘স্থাবর সম্পদ’ বিভাগে লিখেছেন, ‘নিজ নামে’ ১৮৫০ বর্গফুটের (আনুমানিক) ১টি ফ্লাট মায়ের নিকট হতে প্রাপ্ত’।

লিংক: http://119.40.90.133/asset2013/female%20parliament/50_Rumin%20Farhana.pdf

Exit mobile version