Site icon Jamuna Television

সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে পুরোপুরি ব্যর্থ: মির্জা ফখরুল

সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে সরকারের অব্যবস্থাপনার কারণে।

বিকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারে স্মরণসভায় মির্জা ফখরুল বলেন, এই সরকারের আমলে পাঁচশ নেতাকর্মী গুম হয়েছেন আর এক লাখেরও বেশি মামলা দায়ের হয়েছে নেতা-কর্মীদের বিরুদ্ধে। বর্তমানে অঘোষিত বাকশাল চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে দলকে অটুট রাখাই বড় চ্যালেঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন বলেন, আন্দোলন ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। এ আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে হবে।

Exit mobile version