Site icon Jamuna Television

৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দপ্তরি আটক

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলার পাঁচুরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একই বিদ্যালয়ের দপ্তরি রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরহাট সদর থানায় নিয়ে যায়।
বিদ্যালয় ও পারিবারিক সূত্রে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, ওই শিশু সকাল ৯ টার একটু আগে বিদ্যালয়ে আসে, এ সময় অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলে না আসার সুযোগে দপ্তরি রবিউল শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে স্কুলেরই একটি নির্জন কক্ষে নিয়ে যায়।
এরপর ধর্ষণ করতে চেষ্টা করলে শিশুটি চিৎকার দিয়ে বিদ্যালয়ের পার্শ্ববর্তী নিজ বাড়িতে গিয়ে ঘটনা মা-বাবাকে বলে। পরে শিশুটির বাবা অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

Exit mobile version