Site icon Jamuna Television

যেভাবে পুড়ছে আমাজন, ছবি প্রকাশ করলো নাসা

রেকর্ড গতিতে পুড়ে খাক বিশ্বের সর্ববৃহ‌ৎ চিরহরিৎ বনাঞ্চল। যে আমাজন নিয়ে অত দিন গর্ব ছিল ব্রাজিলের‌, সেই আমাজনই আজ নিঃস্ব হতে চলেছে। চিন্তায় ঘুম উড়েছে পরিবেশ বিজ্ঞানীদের‌। সমালোচনার কোপে প্রায় কোনঠাসা হয়ে গিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

এরই মধ্যে নাসা প্রকাশ করলো পুড়তে থাকা বনের কিছু ছবি। ভয়াবহ এসব ছবি দেখে ভয় আরও বাড়ছে। পৃথিবীর ফুসফুস বলে পরিচিত বনটির চূড়ান্ত পরিণতি আসলে কী হতে যাচ্ছে?

বিশ্বের ২০ শতাংশ অক্সিজেন যোগায় এই আমাজন বনাঞ্চল। কোনওভাবেই এই বনাঞ্চল নষ্ট হতে দেওয়া যাবে না। এমনই পণ করেছিলেন পরিবেশকর্মীরা। কিন্তু তাঁদের শত চেষ্টাতেও লাভ হল না। আগুনে গ্রাসে শেষ হতে বসেছে এই চিরহরিত বনাঞ্চল।

ব্রাজিল সরকারের দাবি বনভূমিতে বসবাসকারী আদিবাসী কৃষকরাই প্রথম আগুন ধরিয়েছিল বনে। সেটি যে এই ভয়ঙ্কর আকার নেবে সেটা বুঝতে পারেননি কেউ।

Exit mobile version