Site icon Jamuna Television

প্লাস্টিকের বোতল ডাস্টবিনে ফেললো কাক!

রাস্তায় রাস্তায় ডাস্টবিন দিয়ে আর সচেতন করেও যেখানে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলানো যাচ্ছে না নাগরিকদের সেখানে একটি কাক অনেক কষ্ট করে ডাস্টবিনে কোকের বোতল ফেললো। এ রকম একটি ভিডিও এখন সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল। চলছে টুইটের পর টুইট।

ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশের একটি ডাস্টবিনের ওপর এসে উড়ে বসল একটি কাক৷ মুখে ফাঁকা প্লাস্টিকের বোতল৷ ইচ্ছা হলে রাস্তাতেই মুখ থেকে ওই বোতলটি ফেলে দিতে পারত কাক৷ কিন্তু, নাহ! সে যে পরিবেশ সচেতন৷ তাই তো ফাঁকা বোতল কাক ফেলল নির্দিষ্ট জায়গায়৷ ডাস্টবিনেই বোতল ফেলে নীল আকাশে ডানা মেলল পরিবেশের বন্ধু৷

এদিকে নেটিজেনরা করছেন এই কাকের প্রশংসা। অপরদিকে একদল বলছে ডাস্টবিনে ফাঁকা বোতল ফেলার জন্য কাককে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে তাতে পরিবেশ ভালো থাকবে।

Exit mobile version