Site icon Jamuna Television

স্মার্টফোন বৃষ্টিতে ভিজলে কী করবেন?

বর্ষাকালে হঠাৎ করেই শুরু হতে পারে বৃষ্টি। তাই আগে থেকে সতর্ক না থাকলে পোশাকের সঙ্গে ভিজতে পারে আপনার স্মার্টফোনও। আর ফোনে যদি পানি ঢুকে তাহলে তো কথাই নেই। ফোন নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

আসুন জেনে নেই স্মার্টফোন বৃষ্টিতে ভিজলে কী করবেন?

১. ফোন বৃষ্টির পানিতে ভিজলে পরিষ্কার করে মুছে ফেলুন ৷

২. ফোনের ভেতরে পানি ঢুকলে ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড তাড়াতাড়ি খুলে ফেলুন। এরপর শুকনো কাপড়ে মুছে ফেলুন।

৩. ফোন থেকে সিম কার্ডটি খুলে ফেলুন। এরপর ফোনের ভিতরে ভালো করে মুছে ফেলুন ৷

৫. পানি শুকানোর জন্য ভুলেও ফোনে হেয়ার ড্রাইয়ার ব্যবহার করবেন না।

৬. ভেজা ফোনটি কিছুক্ষণ রোদে রাখুন। কোথাও অল্প পানি থাকলে রোদে রাখলে তা শুকিয়ে যাবে।

সূত্র : নিউজ এইট্টিন

Exit mobile version