Site icon Jamuna Television

মেসিবিহীন বার্সার বিশাল জয়

অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হার দিয়ে শুরু করা বার্সেলোনা পেয়েছে মৌসুমের প্রথম জয়। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল বেতিসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি।

মেসি-সুয়ারেজ ও দেম্বেলে বিহীন আক্রমণভাগকে এদিন সামনে থেকে নেতৃত্ব দেন আতোয়ান গ্রিজম্যান। করেন জোড়া গোল।

তবে তার আগে খেলার বিপরীতে রিয়াল বেতিসের হয়ে ডেডলক ভাঙ্গেন নাবিল ফেকির। প্রথমার্ধের শেষদিকে দারুন এক ফিনিশিংয়ে বার্সেলোনাকে সমতায় ফেরান গ্রিজম্যান। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে আরো তিন গোল করে আর্নেস্তো ভালভার্দের দল। স্কোরশিটে নাম তোলেন গ্রিজম্যান, চার্লস পেরেজ ও জর্ডি আলবা।

ম্যাচের ৭৭ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন আর্তুরু ভিদাল। শেষ দিকে লরেন মোরন ব্যবধান কমালেও ৫-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে এখন বার্সেলোনা।

Exit mobile version