Site icon Jamuna Television

বড় ব্যবধানে জয় পেয়েছে পিএসজি, খেলেননি নেইমার

তুলুজকে ৪-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরলো বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন। জোড়া গোল করেছেন ম্যাক্সিম চুপো মোটিং।

ইনজুরির কারণে নেই দলের সেরা তারকা নেইমার। আর ম্যাচের শুরুতেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন এডিসন কাভানি। একই কারণে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে হয় কিলিয়ান এমবাপ্পেকে। তারপরও লিগের দ্বিতীয় জয় পেতে বেগ পেতে হয়নি পিএসজিকে।

৫০ মিনিটে চুপো মোটিংয়ের গোলে লিড স্বাগতিকদের। মিনিট পাঁচেকের মাথায় এবার আত্মঘাতি গোল করে বসেন তুলুজ ডিফেন্ডার ম্যাথিউ। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায়ে ব্যর্থ হন অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে তারপরও ব্যবধান ৩-০ করেন চুপো মোটিং। আর ৮৩ মিনিটে মার্কিনিয়োস গোল করলে ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় পিএসজির। এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে টমাস টুখেলের দল।

Exit mobile version