Site icon Jamuna Television

‘ভারত থেকে নতুন মশার ওষুধ আনা হয়েছে’

ভারতীয় কোম্পানি থেকে নতুন মশার ওষুধ ডেল্টামেথরিন আনা হয়ছে। যা গেলো ১০ আগস্ট থেকে মশক নিধনে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

এছাড়া সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ তথ্য জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ সোমবার সকালে হাইকোর্টে দেয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে হাইকোর্টে দেয়া প্রতিবেদনে জানানো হয়, ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ এই ধরনের অন্যান্য রোগ প্রতিরোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরির কাজ চলছে।

Exit mobile version