Site icon Jamuna Television

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি সন্তোষজনক: ভারতের বিদ্যুৎ সচিব

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন ভারতের বিদ্যুৎ সচিব শ্রী সুভাষ চন্দ্র গার্গি।

আজ সোমবার ঢাকায় বিদ্যুৎ খাতে বাংলাদেশ ভারত সহযোগিতা বিষয়ক স্টিয়ারিং কমিটির বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

বৈঠকে বিদ্যুৎ বিভাগের পক্ষে সিনিয়র সচিব ডক্টর আহমেদ কায়কাউস ও ভারতের পক্ষে দেশটির বিদ্যুৎ সচিব শ্রী সুভাষ চন্দ্র গার্গি নিজ দেশের নেতৃত্ব দিচ্ছেন।

মূলত নেপাল ও ভুটান থেকে ভারতের মধ্য দিয়ে জলবিদ্যুৎ আনা ও ভারতের ত্রিপুরা থেকে আরো ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির ব্যাপারে আলোচনা করছেন দুই দেশের নীতিনির্ধারকরা। পাশাপাশি বাংলাদেশ থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ ভারতের রপ্তানির ব্যাপারেও আলোচনা করছেন তারা।

গতকাল রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন ভারতীয় বিদ্যুৎ সচিব।

Exit mobile version