Site icon Jamuna Television

হত্যার পর মাছের বাক্সে লুকিয়ে রাখে মরদেহ

হত্যার পর মাছের বাক্সের ভেতরে লুকিয়ে রাখা হয় এক শিশুর মরদেহ। নোয়াখালীর বেগমগঞ্জে গতরাতের এই ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার থেকে শরীফপুর গ্রামের শামছুল হকের আট বছর বয়সী ছেলে ইমরানকে পাওয়া যাচ্ছিল না। তার সন্ধানে মাইকিংও করে পরিবার। তাতেও সন্ধান মেলেনি। তিনদিন পর রোববার রাতে একটি পরিত্যক্ত ঘরে মাছ রাখার বাক্সে মেলে ইমরানের মরদেহ।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, সে বিষয়ে এখনও কোন ধারণা পায়নি পুলিশ।

Exit mobile version