Site icon Jamuna Television

স্ত্রীকে ধর্ষণের বিচার চেয়ে মানববন্ধন করায় স্বামীকে এসিড নিক্ষেপ

নোয়াখালীর সুবর্ণচরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনসহ বিভিন্ন সময়ে নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করায় এক নির্যাতিত নারীর স্বামিকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে।

নোয়খালীর সুবর্ণচরের চর বাগ্যা গ্রামে এই ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, রাতে ঘর থেকে বের হলে, আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এসিড ছোঁড়ে। চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে নিয়ে যায় নোয়াখালী সদর হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি।

গত ২ মে তার স্ত্রীকে ধর্ষণ করে এলাকারই চিহ্নিত বখাটে জয়নাল।। সেটি সহ অন্যান্য ধর্ষণের বিরুদ্ধে রোববার নোয়াখালী প্রেসক্লাবের সামনে বিভিন্ন সময়ে ধর্ষণ ও নির্যাতনের শিকার নারীর পরিবারের সদস্যরা মানববন্ধন করে। তার জের ধরে এই এসিড হামলা হতে পারে বলে ধারণা করছে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

Exit mobile version