Site icon Jamuna Television

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে পৌছলো লংকান দুই যুদ্ধ জাহাজ

বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে এসেছে শ্রীলংকান দুটি যুদ্ধ জাহাজ। পেট্রোল ভেসেল ‘সায়ুরা’ ও ফাস্ট মিসাইল ভেসেল ‘নন্দিমিত্র’ নামের জাহাজ দুটি সকালে চট্টগ্রামের ড্রাইডক জেটিতে নোঙ্গর করেছে।

শ্রীলংকান নৌ সেনারা জাহাজ থেকে অবতরণ করলে সফরকারী দলের দুই অধিনায়ককে ফুল দিয়ে স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন আব্দুস সামাদ।

লংকান নৌ বাহিনীর ২৪৭ সদস্যের দলটি বাংলাদেশে অবস্থানকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সাক্ষাত, বিভিন্ন স্থান পরিদর্শন, অনুষ্ঠানে অংশ নেবেন। যার মাধ্যমে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাব্যাক্ত করেন।

সফর শেষে আগামী ২৯ আগস্ট শ্রীলংকান নৌ বাহিনী বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

Exit mobile version