Site icon Jamuna Television

এবার ভারতে বিদ্যুৎ রফতানি করতে চায় বাংলাদেশ

এবার ভারতে বিদ্যুৎ রফতানি করতে চায় বাংলাদেশ। সরকারের প্রস্তাবে নীতিগত আপত্তি নেই দিল্লির। তবে এ নিয়ে সম্ভাব্যতা যাছাই করার কথা বলেছেন ভারতীয় বিদ্যুৎ সচিব।

আর অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ায় ত্রিপুরা থেকে ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ না কেনার কথা জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব।

ঢাকায় আজ সোমবার সকালে বিদ্যুৎ খাতে বাংলাদেশ ভারত সহযোগিতা বিষয়ক স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এসব কথা জানায় দুই দেশের সংশ্লিষ্টরা।

বৈঠকে ভারতের বিদ্যুছৎ সচিব জানায় বাংলাদেশ থেকে বিদ্যুৎ নিতে সম্ভাব্যতা যাছাই করবে নয়াদিল্লী। জানান, রামপালের বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি সন্তোষজনক।

বিদ্যুৎ বিভাগের পক্ষে সিনিয়র সচিব ডক্টর আহমেদ কায়কাউস ও ভারতের পক্ষে দেশটির বিদ্যুৎ সচিব শ্রী সুভাষ চন্দ্র গার্গি নিজ দেশের নেতৃত্ব দেন। গতকাল রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছিলেন ভারতীয় বিদ্যুৎ সচিব।

Exit mobile version