Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ীর ৬ বছর কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে মাইন উদ্দিন শিব্বির (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ছয় বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৬ আগস্ট) দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর।

একই সঙ্গে আসামির জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি। সরকার পক্ষের আইনজীবী রাসেল মাহমুদ মান্না বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামি মাইন উদ্দিন শিব্বির লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মৃত মজিবুর হকের ছেলে। ২০১৮ সালের ১১ই অক্টোবর পৌর এলাকা থেকে ১১০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে সদর থানা পুলিশ। পরে শিব্বিরের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। চার্জশিট দাখিল করার সাক্ষী ও শুনানি শেষে আদালত এ রায় দেন।

Exit mobile version