Site icon Jamuna Television

কাভার্ডভ্যানের চাপায় বাবা-ছেলে নিহত

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। চালককে গুরুতর আহত অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম জানান, আজ সোমবার দুপুরে ঢাকা-বাইপাস সড়কের মেঘডুবি এলাকায় গাজীপুর থেকে মীরেরবাজার গামী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাংস ব্যবসায়ী আলম নিহত হয়। আহত অবস্থায় তার ছেলে আজিজ ও চালককে পুলিশ উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে ঢাকায় নেয়ার পথে আজিজ মারা যান।

পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

Exit mobile version