Site icon Jamuna Television

জুতা-ওভারকোট পরেই ২৭৪৪ মিটার উঁচু পাহাড়ে উঠলেন কিম!

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রায় তিন হাজার মিটার ঊঁচু পাহাড়ে উঠেছেন শুধুমাত্র চামড়া জুতা পরে! রাষ্ট্রীয় সংবাদ মাধ্যেম কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ায় ‘পবিত্র’ বলে বিবেচিত পাহাড় মাউন্ট পায়েকতুর ২৭৪৪ মিটার পাড়ি দিয়ে  চূড়ায় উঠেন কিম জং উন। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমে এমন প্রচারিত হলেও বরফঢাকা প্রায় তিন কিলোমিটার উঁচু পাহাড়ে কোনো ধরনের সহায়ক যন্ত্রপাতি ছাড়া ওঠে পড়ার সংবাদ নিয়ে প্রশ্ন উঠেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পত্রিকা রোদাং সিনমুন জানায়, এর আগেও কিম জং উন এই পাহাড়ে অনেকবার উঠেছেন তবে শীতকালে এই প্রথম তিনি উঠলেন। প্রকাশিত ছবিতে দেখা যায় যে, পাহাড়ের চূড়ায় হেঁটে বেড়াচ্ছেন, পায়ে চকচকে কালো চামড়ার জুতো। পাহাড়ের চড়ার জন্য বিশেষায়িত কোনো পোশাক পরেননি তিনি। গাঁয়ে ছিলো কালো লম্বা ওভারকোট। এ ধরনের পোশাক পরে এত উঁচু পাহাড়ে ওঠা যায় কিনা, এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।

কিম জং উনই প্রথম রাষ্ট্রীয় নেতা না, যিনি শারীরিক ক্ষমতা দেখানোর জন্য ছবি প্রকাশিত করেছেন। এর আগে রাশিয়ার রাষ্ট্রনেতা ভ্লাদিমির পুতিন মাছ ধরার, শিকারের খালি গায়ের ৬৫টির মতো ছবি প্রকাশ করেছেন। এরআগের গত জুলাইতে ব্রিটেনে প্রধানমন্ত্রী মাউন্ট আলপস উঠার ছবি প্রকাশ করেছিলেন, তবে তিনি বিশেষ পোশাক পরিহিত ছিলেন।

Exit mobile version