Site icon Jamuna Television

জামালপুরে নতুন ডিসির যোগদান

স্টাফ রিপোর্টার, জামালপুর
কর্মস্থলে যোগদান করেছেন জামালপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক। সোমবার বিকেলে তিনি জামালপুর পৌঁছে তার কার্যালয়ে যোগদান করেন।

সম্প্রতি জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীর সাথে তার অফিস সহায়ক নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হলে সারাদেশে সমালোচনার ঝড় শুরু হয়। এঘটনায় রবিবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের একটি প্রজ্ঞাপনে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রনালয়ে বদলি করা হয়। একই দিন আরেকটি প্রজ্ঞাপনে জামালপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ এনামুল হককে। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক কর্মস্থলে যোগদান করে জামালপুরের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Exit mobile version