Site icon Jamuna Television

রোহিঙ্গাদের জন্য তৈরি প্রায় আড়াই হাজার দেশীয় অস্ত্র উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মাঝে বিতরনের জন্য তৈরি প্রায় আড়াই হাজার দেশীয় অস্ত্র উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

উপজেলার সহকারী কমিশনার ফখরুল ইসলাম জানান, লেদা ও শালবাগান ক্যাম্পে সরবরাহের জন্য বেসরকারি এনজিও ‘মুক্তি কক্সবাজার’ ৬ হাজার অস্ত্রের অর্ডার দেয় স্থানীয় কামারশালাগুলোয়। সে লক্ষ্যেই বানানো হচ্ছিল অস্ত্রগুলো। খবর পেয়ে ধারালো অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

Exit mobile version