Site icon Jamuna Television

বিচারকের খাস কামড়ায় খুনের মামলা: আদালতে চার্জশিট দাখিল

কুমিল্লা ব্যুরো
কুমিল্লার আদালতে বিচারকের খাস কামড়ায় মো. ফারুক নামে হত্যা মামলার এক আসামিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি মো. হাসানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
সোমবার বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র পরিদর্শক প্রদীপ মণ্ডল ওই আসামির বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জালাল উদ্দিনের আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় আদালতের এপিপি, পেশকার ও অফিস সহকারীসহ ১৪ জনকে স্বাক্ষী করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা প্রদীপ মন্ডল জানান, মামলার একমাত্র আসামি হাসানকে অভিযুক্ত করে এ চার্জশিট দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই জেলার মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামের হাজী আবদুল করিম হত্যা মামলায় কুমিল্লার আদালতে হাজিরা দিতে আসে মো. হাসান এবং মো. ফারুক। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতে এ মামলার বিচারিক কার্যক্রম চলাকালে ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে আসামি হাসান তার সহযোগী একই মামলার আসামি ফারুককে প্রকাশ্য আদালতে বিচারকের সামনে ছুরিকাঘাত করে। এসময় ফারুক বিচারকের খাস কামরায় ঢুকে পড়লে সেখানে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সময় ওই আদালতে সাক্ষ্য দিতে আসা জেলার বাঙ্গরাবাজার থানার এএসআই ফিরোজ আহম্মেদ ঘাতক হাসানকে আটক করেন। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বাদী হয়ে ওইদিন রাতে ঘাতক হাসানের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।

Exit mobile version